চোখের সমাস্যা জন্য রুকইয়াহ
~~চোখের সমাস্যা জন্য রুকইয়াহ ~~
চোখ আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, চোখের কোন প্রকার সমস্যা নিয়ে বসে থাকে মোটেও কাম্য নয়। চোখে কোন প্রকার সমস্যা হলে প্রথমেই মেডিক্যাল সাইন্সের ডাক্তারের পরামর্শ নিন আর এটাই আপনার প্রথম কাজ পাশাপাশি রুকইয়াহ করুন, রুকইয়াহ 'তে কোন প্রকার সাইড ইফেক্ট নেই, উউকার ছাড়া অপকার নেই। ডাক্তারী চিকিৎসা একটি দুর্বলতা হল পরিক্ষা নিরিক্ষাত যন্ত্র যা বলে ডাক্তার তা মেনে নেয় কিন্তু রুগীর বক্তব্য এখানে গৌণ!!! চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য এই আমল গুলি করুন। > اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ شَرِّ سَمْعِىْ وَ شَرِّ بَصَرِىْ وَ شَرِّ لِسَانِىْ وَ شَرِّ قَلْبِىْ وَ شَرِّ مَنِيِّىْ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি ওয়া শাররি বাসারি ওয়া সাররি লিসানি ওয়া সাররি ক্বালবি ওয়অ সাররি মানিয়্যি। অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্জের অপকারিতা থেকে আশ্রয় চাই। (মিশকাত, আবু দাউদ) শুধু চোখের জন্য এভাবে বলতে পারেন! اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ شَرِّ بَصَرِىْ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি বাসারি। অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই। এ আয়াতটি ৩ বার পড়ে উভয় হাতের বৃদ্ধাঙ্গৃলের নখে ফুঁ দিয়ে উভয় চোখের ওপর মাসেহ করে নেয়। فَكَشَفْنَا عَنكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ উচ্চারণ : ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। অর্থ : তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি; অতএব আজ তোমার দৃষ্টি প্রখর।’ (সুরা ক্বাফ : আয়াত ২২) রুকইয়াহ সাধারণ অসুস্থতার জন্য যে কেউ করতে পারে বা এভাবেও করতে পারে তাতে কোন সমস্যা নেই। জ্বিন -যাদুগ্রস্ত রুগীদের অনেক প্রকার সমস্যা দেখা দেয় যা ডাক্তারের চিকিৎসা ধরা পরেনা রুগী ঠিকি তার অসুস্থতা অনুভব করে সমস্যা ফিল করে। যেমনঃ - -চোখে সর্বক্ষণ একটি ব্যথা অনুভব করা। -চোখ দিয়ে পানি পড়া -প্রায়শই এক হাত দুরে কিছু দেখতে না পাওয়া -ভিন্ন সময় কয়েক হাত দূরে বিজলি চমকানো মতো দৃশ্য দেখা -বই, কিতাব পড়ার সময় চোখের উপরিভাগে ব্যথা সৃষ্টি হওয়া বিশেষ করে কোরআন আয়াত এবং দোয়া পড়ার সময় চোখে ঝাপসা দেখা। বেশিরভাগ সময় আপনার মাঝে এইসব লক্ষন দেখা দিলে এবং ডাক্তারের পরামর্শ নিয়েও এগুলো যাচ্ছে না তাহলে বুঝে নিবেন এখানে প্যরানরমাল সমস্যা আছে, তখনই আপনি রুকইয়াহ করুন পাশাপাশি ডাক্তারের পরামর্শ ও নিন। --রুকইয়াহ কিভাবে করবেন? পরিস্কার ঠান্ডা পানি দিয়ে! চোখ ভালভাবে ধুইয়ে নিবেন! ওজু অবস্থায় এক জায়গায় বসুন -সামনে রাখুন এক গ্লাস পরিস্কার পানি -জমজমের পানি হলে বেশী ভালো হয়। -শুরুতে দুরুদ পড়ুন -সুরা ফাতেহা -আয়াতুল কুরসী -সিহরের আয়াত গুলি -ইখলাস -ফালাক -নাস এবং উপরে দোয়া আর আয়াত গুলি পাঠ করুন আর পানিতে ফু দিন পাশাপাশি আপনার উভয় হাতের বৃদ্ধাঙ্গৃলের নখে ফুঁ দিয়ে উভয় চোখের ওপর মাসেহ করে নিবেন। পানিটা মাগরিবের আগে ড্রপ দিয়ে তিন ফোটা চোখে দিয়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখুন এবং ঘুমানোর আগে তিন ফোটা চোখে দিয়ে ঘুমিয়ে যাবেন।
No comments