স্বপ্নে খাবার বন্ধ
স্বপ্নের খাবারের মাধ্যমে যাদুগুলি রিনিউ করা, আপনাকে যেন স্বপ্নে খাবার খাওয়াতে না পারে এবং স্বপ্নের খাবার বন্ধের জন্য আপনি অনুসরণ করুন।
ওজু করে দশ মিনিট সুরা বাকারা তিলাওয়াত করুন। এই দুইটি আয়াত ৪১ বার পাঠ করুন। (1) قُلْ اِنَّ رَبِّيْ يَقْذِفُ بِا لْحَـقِّ ۚ عَلَّا مُ الْغُيُوْبِ "বল- আমার প্রতিপালক সত্য ছুঁড়ে দেন (অসত্যকে আঘাত করার জন্যে)। (যাবতীয়) অদৃশ্য সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।" (QS. Saba' 34: Verse 48) (2) قُلْ جَآءَ الْحَـقُّ وَمَا يُبْدِئُ الْبَا طِلُ وَمَا يُعِيْدُ "বল- সত্য এসে গেছে, আর মিথ্যের নতুন করে আবির্ভাবও ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও হবে না।" (QS. Saba' 34: Verse 49) এক সপ্তাহ যায় সেই পরিমান পানি নিবেন এবং এতে পরিমান মতো খাবারের লবণ দিবেন এবং এগুলো পড়বেন আর পানিতে ফু দিয়ে পানি রেডি করবেন দুরুদ --- (১)সুরা ফাতেহা। (২)আয়াতুল কুরসী। (৩)সুরা আরাফ হতে ১১৭ -১২২ নং আয়াত। (৪)সূরা ইউনুছ হতে ৮১-৮২ নং আয়াত। (৫) সূরা ত্বহা হতে ৬৯ নং আয়াত। (৬)সূরা ইখলাস। (৭)সূরা ফালাক। (৮) সূরা নাস। দুরুদ -- ঘুমের আগে স্বপ্নের মাধ্যমে যেন খাওয়াতে না পারে সেই নিয়্যতে এক গ্লাস পানি পান করে নিবেন পানি পান করা শেষে এক চিমটি কাল জিরা মুখে দিয়ে চাবাতে থাকবেন আর তিন কুল পড়তে থাকবেন এবং ঘুমের দুয়া এবং আয়াতুল কুরসী পরে ঘুমিয়ে যাবেন আর অডিও টা শুনে নিবেন অডিও লিংক - https://www.youtube.com/watch?v=2ZNzPOlfXGo সকালে ঘুম হতে উঠে পড়া পানি হতে এক গ্লাস পানি পান করে পরে নাস্তা খাবেন
No comments