Header Ads

Mohammad Emamul Hasan

ফুলের রুকইয়া

ফুলের রুকইয়া 


সাধারণত জীন শয়তানরা ঘ্রাণ পছন্দ করে না। মাঝে মাঝে যে ঘ্রাণ পান সেটা জীন শয়তানের কারনে কিন্তু ওগুলোর পিছনে কিছু কারণ রয়েছে।

- আশিক জীনরা তো ঘ্রাণ মোটেই পছন্দ করে না বলে রোগীদের অভিজ্ঞতা থেকে বুঝা গেছে। - এজন্য আপনারা হাসনাহেনা ফুল কিংবা বেলী ফুল বাসায় ফুলের টবে লাগাতে পারেন বিশেষ করে বেডরুমের আশেপাশে বা সম্ভব হলে বেডরুমেই। দিনের বেলা সূর্যের আলোতে আর রাতে বেডরুমে রাখতে পারেন ইন শা আল্লাহ। এতে একটা সুঘ্রাণ ছড়াবে এবং জীন শয়তানের বিরক্ত লাগবে এবং আপনার কাছে থাকাটা তার জন্য কষ্টকর হবে বলে ইন শা আল্লাহ আশাকরি। - ফুল গাছ গুলো যাতে শয়তান নষ্ট না করে সেজন্য আপনারা পানি পড়া ফুলের গাছটিতে পানি দেওয়ার সময় মিশিয়ে ওই গাছে পানি দিবেন। ইন শা আল্লাহ এতে শয়তান গাছটার ক্ষতি করতে পারবে না। - এই কাজটিতে শরীয়ত সম্মত রুকইয়ার সীমারেখার মধ্যেই পড়ে।


No comments

Theme images by hdoddema. Powered by Blogger.