Header Ads

Mohammad Emamul Hasan

কিছু ধার দেনা করে হলেও বিয়ে করেই ফেলুন

 কিছু ধার দেনা করে হলেও বিয়ে করেই ফেলুন!

এই সমাজ তোমাকে ভাল কিছু দিতে চায়না!

বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়।

শেষ হয়ে যাচ্ছে যুবকদের চরিত্র,

পারে না যৌবনকে রাখতে পবিত্র। 

কারণ যৌবন হচ্ছে এক ধরণের ক্ষুদা।

ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়,

ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।

তারপর বিয়ের পিড়িতে বসো।

অথচ এই আয়াতে মহান আল্লাহ বলেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থঃ তোমাদের মধ্যে যাদের স্বামী-স্ত্রী নেই, তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

★সুতরাং, বিয়ে করো...

তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর।

অভাবে আছো অভাব দূর করে দেব।

আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

অর্থঃ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

(১) আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।

(২) চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী

সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।

(৩) ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল)

মানব জাতির জন্য উত্তম আদর্শ হচ্ছেন- নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অথচ আমরা কি জানি মুহাম্মদ (সঃ) তিনি কত বৎসর বয়সে, কোন অবস্থায় বিবাহ করেছিলেন..?

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের প্রত্যেককে বিষয়টি উপলব্ধি করার তাওফীক দান করুন। আমীন


ফেবু - মোহাম্মদ ইমামুল হাসান

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.