দাড়ি ও নবীদের সুন্নাহ
দাড়ি ও নবীদের সুন্নাহ
শাইখ মুফতি সাঈদ আহমাদ পালনপুরি কুদ্দিসা সিররুহু
পুরুষের সৌন্দর্যের বস্তু হলো - দাড়ি । অবয়বের উতকর্ষ ও সৌন্দর্য বৃদ্ধিতে এর অনেক অবদান রয়েছে । সাধারণত খ্রিস্টান, অগ্নিপূজারী এবং অনেক মুশরিক উপদল দাড়ি মুন্ডানোকে আবশ্যক মনে করে।
এদিকে শিখ, ইহুদি এবং যোগীরা দাড়িকে লম্বাকরণের পক্ষপাতী। ইসলাম উভয় পক্ষের সীমালঙ্গন ও শিথিলতা থেকে পৃথক হয়ে মধ্যপন্থা গ্রহণ করেছে।
ফেবু - মোহাম্মদ ইমামুল হাসান
No comments