Header Ads

Mohammad Emamul Hasan

 সাধারণভাবে যাদুর জিনিস রুকিয়ার পানিতে ডুবিয়ে রেখে যাদু অপসারণ করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পানিতে ডোবানোর দ্বারাও যাদু নষ্ট হয় না। এসব ক্ষেত্র নিম্নরূপ:-

১। যদি গিঁট থাকে (সুতা, দড়ি, ফিতা, কাপড় যেকোনো কিছুতে হোক), তাহলে সেই গিঁট থাকা অবস্থায় পানিতে ডোবালে কাজ হবে না। গিঁট খুলে তারপর পানিতে ডোবাতে হবে। [গিঁট খুলতে কষ্ট হলে সূরা ফালাক পড়া যেতে পারে, তাহলে আঙ্গুলের পজিশন সঠিক স্থানে এসে যাবে এবং গিঁট খোলা সহজ হবে ইনশাআল্লাহ।] ২। যদি তালার মধ্যে যাদু থাকে, তাহলে অবশ্যই তালাটি খুলে রুকিয়ার পানিতে ডোবাতে হবে। তালা বদ্ধ (লক) অবস্থায় ডুবালে পুরোপুরি ক্লিয়ার হবে না। ৩। যদি কোনো বস্তুতে কালি, রং, রক্ত (মানুষের হোক বা পশু-প্রাণির, হালাল প্রাণির হোক বা হারাম প্রাণির, পাক রক্ত হোক বা নাপাক রক্ত) এসব জিনিসের দাগ বা ছাপ থাকে, তাহলে সেটা না উঠানো পর্যন্ত যতই রুকিয়ার পানিতে ডোবান না কেন, যাদু দূর হবে না। ৪। যদি যাদুর পুতুল বা তাবিজ উদ্ধার হয়, তাহলে সেগুলো আস্ত ডুবিয়ে কোনো লাভ নেই। বরং প্রত্যেকটি অংশ ভেঙ্গে এবং গিঁট থাকলে খুলে ডুবাতে হবে। তাবিজের লেখা ঘষে উঠিয়ে নিতে পারলে ভালো হয়। [অবশ্য সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখতে হবে এবং পুতুল বা বড় ধরনের যাদুর জিনিস খালি হাতে না ধরাই ভালো।] ৫। কেউ (কেউ বলতে অনিষ্টকারী বা সন্দেহভাজন কেউ) যদি আপনাকে কোনো জামাকাপড় গিফট দেয়, আর সেই জামাকাপড়ে যাদু আছে টের পেয়ে বারবার রুকিয়ার পানিতে ধুয়েও যাদু Remove না হয়, তাহলে ভালো করে খেয়াল করে দেখবেন, কাপড়ে বাইরের Extra কিছু সংযুক্ত আছে কিনা। অর্থাৎ, গিফটদাতা দোকানদারের কাছ থেকে কাপড়টি যে অবস্থায় এনেছে, তার বাইরে অন্য কিছু সংযোজন করেছে কিনা, কাপড়ে অন্য কোনো কারুকাজ করেছে কিনা। যাদুকারীরা কিন্তু কালার ম্যাচিং করেই কাপড়ে অতিরিক্ত সুতা, বোতাম বা এমব্রয়ডারি সংযোজন করে থাকে। যা ভালো করে খেয়াল না করলে ধরা যায় না। # ভিকটিমকে সবচেয়ে বেশি Puzzled হতে হয়, যখন যাদুকররা ভিকটিমেরই হাতের গোছানো জিনিসে যাদু করে আবার আগের মতো করে রেখে দেয়। যেমন- ভিকটিম নিজের প্রয়োজনে কোনো বস্তুতে গিঁট দিয়ে রেখেছিল, যাদুকর যদি সেই গিঁট খুলে আবার নতুন করে গিঁট দিয়ে ফুঁৎকার দিয়ে দেয়, তখন ভিকটিম আর সেটা সহজে বুঝতে পারে না। ঐ বস্তুতে যাদু আছে বুঝে পানিতে বারবার ডুবিয়েও দেখা যায়, যাদু দূর হয়নি। আর গিঁটটাকে নিজের হাতের মনে করে ওটা নিয়ে আর ভাবা হয় না। # সর্বোপরি বারবার রুকিয়ার পানিতে ধুয়েও যদি যাদু রিমুভ না হয়, তাহলে অবশ্যই মূল বস্তুটির সাথে অতিরিক্ত কোনো বস্তু, গিঁট বা কারুকার্য সংযোজিত আছে বলে ধরে নিতে হবে এবং সেটা খুঁজে বের করে অপসারণ করতে হবে। উল্লেখ্য, কোনো বস্তুতে যাদু আছে কিনা সেটা সনাক্ত করার কমন উপায় হলো, ভিকটিমের সংস্পর্শে আসলে বা ভিকটিম ওটা স্পর্শ করলে কষ্ট বা অসুবিধা বোধ করে থাকে। সংগৃহিত

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.