Header Ads

Mohammad Emamul Hasan

বিশ্বের প্রসিদ্ধ অভিজ্ঞ কয়েকজন রাকি

 বিশ্বের প্রসিদ্ধ অভিজ্ঞ কয়েকজন রাকি




১.  রাকি খালিদ আল-হিবশি ।   (সৌদি আরব)

২.  রাকি ওমর আল আতাফি। (সৗদি আরব)

৩.  রাকি গারিব মাউছিলি (সম্ভবত সৌদি আরব)

৪.  রাকি আবু ইয়াহিয়া (মরক্কো) ।

৫. রাকি আবু মুজাহিদ ছুছি (মরক্কে) ।

৬. রাকি আবু খালিদ  আল মাগরীবি  (মরক্কে) ।

৭.   রাকি নাঈম রাবিঈ (মরক্কে) ।

৮.  রাকি মুহাম্মাদ ওয়াকিল (মরক্কো) ।

৯.  রাকি আবু যর (ইউকে)

১০. রাকি আবু নাদের (ইউকে) 


আর যদি জানতে চান বাংলাদেশে কে কে আছেন যারা আন্তর্জাতিক মানের রাকী তাহলে বলবো:


১. রাকী আব্দুল্লাহ ফাহাদ

২. রাকী আব্দুল মালেক

৩. রাকী আরিফুর রহমান

 

তারা রাত-দিন প্রচুর পড়াশোনা ও গবেষণা করে। এছাড়াও অনেক ভাইয়েরা আছে যারাও নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করে এর সেক্টরকে ইম্প্রভমেন্ট করছেন জন্য।  যাদের রুকইয়াহ আমি দেখি নাই, কোন জানাশোনা নেই তাদের নিয়ে কমেন্টস করতে পারছি না। বা  তাদের রুকইয়াহ সিস্টেম সম্পর্কে আমি অবহিত নই।


আর যদি জানতে চান বাংলাদেশে সবচেয়ে বেশি রুকইয়াহ সেক্টরে ক্ষতি করেছে, ফিতনা ছড়িয়েছে এবং অভিজ্ঞ  রাকিদের নিয়ে মিথ্যাচার করেছে ,সেটা হলো অদক্ষ ফেইক রাকি আব্দুল্লাহ আল-মাহমুদ। 


রুকইয়াহ সেক্টরের জন্য  এর চেয়ে ক্ষতিকর লোক আমি কাউকে দেখি নাই। কিছুদিন পর পর চুলকানি ওঠে এর। এর সেই  সাহস নাই অভিজ্ঞ রাকিদের সাথে বসে কথা বলার। কারন নিজে তেমন কিছুই জানে না।  খালি পারে পিছনে পিছনে অজ্ঞাতনামার স্ক্রিনশট চালাচালি করতে।


এই আব্দুল্লাহ মাহমুদ সম্পর্কে প্রচুর পেশেন্ট ও তাদের অভিভাবক তার অদক্ষতা, অবহেলা, পেশেন্টদের দীর্ঘদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভুগানো নিয়ে অভিযোগ করেছেন। 

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.