জিন শয়তানের সবেচেয়ে প্রধান ও মৌলিক দুটি আঘাতের স্থান
জিন শয়তানের সবেচেয়ে প্রধান ও মৌলিক দুটি আঘাতের স্থান হচ্ছে রোগীর বুক, কলব,মাথা, রক্ত ও অক্সিজেন। যেহেতু সে বনী আদমের রক্তে চলাচল করতে পারে,তাই সে বুকের উপর বাসা বাধে। বুকের মধ্যে সে অবস্থান করে হার্ট কে দুর্বল করে দেয়।রক্ত চলাচলের গতি কমানোর জন্য সে অক্সিজেনের উপর যাদু নিক্ষেপ করে এবং তাতে গিট দেয়। যার কারণে রক্ত ভালো করে অক্সিজেন পায় না৷ এবং গতি কমে যায়। অতঃপর রক্তকে দুষিত করার জন্য রক্তে গিট দেয়। হার্টে যখন অক্সিজেনের ঘাটতি থাকায় ব্লাড সার্কুলেশন করতে পারেনা,তখনই সে মরণ কামড় দেয় মানুষের হার্ট বা অন্তরে। তাতে সে আইন, হাসাদ- হিংসা বদ নজর,নেগেটিভ চিন্তা,ওয়াসওয়াসা ঢালতে থাকে।
তখন মানুষের অক্সিজেন কমে আসে। বুক ভার হয়ে যায়। অল্পকাজেই সে হাপিয়ে উঠে। একটু জোরে কথা বললে, বা শরীরে রাগ উঠলে শ্বাস প্রশ্বাসের গতি কমে যায়। ফলে জোরে নিঃশ্বাস নিতে হয় । তাছাড়া তার হিংসা বেড়ে যায়। মানুষ সম্পর্কে পজিটিভ ধারণা করতে পারেনা।মানুষের উপর আত্মবিশ্বাস কমে যায় ইবাদতে অলসতাসহ নানান লক্ষণ তখন তার মাঝে প্রকাশ পায়।
No comments