hidden জ্বিন
hidden জ্বিন অর্থাৎ জ্বীন শরীরের ভিতরে লুকিয়ে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।
এই hidden জ্বীন শরীরে থাকার কারণে রুগীর মধ্য আচরণে পরিবর্তন আসে।কখনো কখনো এমন আচরণ করে যা সে বলার না, কখনো কখনো এমন কাজ করে যা তার দ্বারা করা অসম্ভব, মেজাজ গরম হয়ে থাকে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, হঠাৎ করেই অকারণে রেগে যায়, রাগলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, শরীরের নির্দিষ্ট অংশে ব্যাথা থাকে।মাথা ব্যথা প্রায় লেগে থাকে, রাতে ঘুম কম হয়।সারারাত ঘুমালেও সকালে উঠে মনে হয় ঘুমায়নি সাপ, কুকুর, ভয়ংকর প্রাণী আক্রমণ, নানা টাইপের প্রাণী স্বপ্নে দেখে, এভাবে আরো অনেক আর একের পর এক সমস্যা লেগে থাকে। #জিন_কেন্দ্রিক_সমস্যার_কমন_লক্ষণসমূহ... ★ঘুমন্ত অবস্থার লক্ষণসমূহ— ১/ রাতে ঠিকমতো ঘুম না হওয়া। ২/ হঠাৎ ঘুমের ভিতর লাফিয়ে ওঠা। ৩/ স্বপ্নে কোন প্রাণীকে আক্রমণ করতে দেখা যেমনঃ সাপ, কুকুর, বিড়াল, ইঁদুর, পেঁচা, সিংহ, শিয়াল, ষাড়, বানর,পাখি ইত্যাদি। ৪/ ঘুমের মাঝে চিৎকার করা, গোঙানো, হাসি-কান্না করা। ৫/ ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা। ৬/ স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা। ৭/ স্বপ্নে মানুষের আকৃতির মতো ভয়ংকর কাউকে দেখা যেমন- খুবই লম্বা, অনেক খাটো, মিডিয়াম ,অনেক সাদা, অনেক কালো, অথবা কেউ আপনাকে হত্যা করার চেষ্টা করছে ইত্যাদি। ৮/ বোবায় ধরা অর্থাৎ ঘুমের মাঝে কেউ চেপে ধরে- ফলে কথা বলা এবং হাত পা নাড়াচাড়া করতে না পারা। প্রায়ই রাতে এমন ঘটনা ঘটা। ৯/ স্বপ্নে গোরস্থান বা পরিত্যক্ত যায়গা, অথবা কোনো মরুভূমি বা সাগর, নদী ইত্যাদি দেখা। ১০/ স্বপ্নে কারো সাথে শারীরিক সম্পর্ক করতে দেখা। ১১/ বেশি বেশি স্বপ্নদোষ হওয়া। ১২/ স্বপ্নে নিজেকে উড়তে দেখা। ১৩/ কোন বিপদ হলে সেগুলো আগে স্বপ্ন দেখা। এবং পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন হওয়া। ১৪/ স্বপ্নে বিভিন্ন জিনিস খাওয়া। ★জাগ্রত অবস্থার লক্ষণসমূহ— ১/ দীর্ঘক্ষন মাথাব্যথা এবং প্রচন্ড ব্যাকপেইন, পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা, বিকেল অথবা সন্ধ্যার পর থেকে হাত পা জালাপোড়া বা অস্থিরতা শুরু হওয়া। ২/ ইবাদত বিমুখতা- সালাত,যিকির, তিলাওয়াতে অলসতা এবং উদাসীন হয়ে যাওয়া। ৩/ অল্পতেই প্রচন্ড রেগে যাওয়া। ৪/ হঠাৎ কোনো কারণ ছাড়াই শ্বাসকষ্ট শুরু হওয়া বা এলার্জি বেড়ে যাওয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হওয়া। ৫/ মৃগীরোগ। ৬/ শরীরের একাধিক স্থানে ব্যথা দৌড়াদৌড়ি করা, কিংবা কোন অঙ্গ অকেজো হয়ে যাওয়া যাওয়া, যা সাধারণত ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না এবং মেডিকেল পরীক্ষা-নিরীক্ষায় কোন কিছু ধরা পড়ছে না। ৭/ একা একা কথা বলা আবার অনেক সময় ভিন্ন ভাষায় কথা বলা, যে ভাষায় কথা বলতে সে অভ্যস্ত নয়। ৮/ নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মাথায় অশ্লীল চিন্তা ঘোরাফেরা করা। ৯/ প্রায়ই অদ্ভুত আওয়াজ, কেউ নাম ধরে ডাকছে ইত্যাদি শুনতে পাওয়া। যা অন্য কেউ শুনতে পায় না। ১০/ মাঝে মাঝে কোন কিছুই ভালো লাগেনা ফলে আত্মহত্যা করতে ইচ্ছে করে। ১১/ হঠাৎ কোন কারন ছাড়াই নাস্তিক টাইপের কথা বলা। ১২/ প্রায় সময় মনে হয় কেউ একজন ফলো করছে অথবা পিছনে পিছনে হাঁটছে। ১৩/ অনিয়মিত পিরিয়ড হওয়া, যেমন-এক মাসে দুইবার হওয়া আবার অনেকের দুই মাসেও একবার হয় না। ১৪/ প্রায় সময় ঘুম থেকে উঠার পর কোন কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব হওয়া। ১৫/ চিন্তা ও মননে দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা ও আতঙ্কভাব বিরাজ করা এবং অকারণে অতিরিক্ত ভয় পাওয়া। এই প্রকার জ্বিন, হতে পারে খাদিমুছ সেহের, আঈন, হাসাদ এর জন্য। এই বিষয়ে কোন অবিজ্ঞ রাকির পরামর্শ নিতে পারেন।
No comments